# মিলাদ হোসেন অপু :-
ভৈরব শহর পরিচ্ছন্ন ও ফুটপাতসহ রাস্তা দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার ৯ আগস্ট পৌর শহরের বোমপট্টি, নিউমার্কেট, ভূমি অফিস সংলগ্ন এবং চকবাজারসহ আশপাশের এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মূল্য তালিকা না থাকা, রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে ৩০ হাজার দুইশ টাকা অর্থদ- করা হয়। সেই সাথে বাজারের রাস্তার দুপাশের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভৈরব বাজারের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের এরিয়া সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরবর্তীতে যাতে আর দখল না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ ভৈরব বাজার ব্যবসায়ীদের কিছু নির্দেশনা দিয়ে বলেন, ভৈরব পৌর বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় থেকে শুরু করে বাজারের মধ্যে কোথাও সকাল ৮টা থেকে রাত ৯ টার মধ্যে ট্রাক বা মালবাহী কোনো লরি থেকে মালামাল লোড-আনলোড করা যাবেনা। যানবাহন রাস্তার মধ্যে রেখে জন চলাচলে বিঘœ ঘটানো যাবে না। রাস্তার মধ্যে ইট বালু সিমেন্ট বা অন্য কোনো কিছু রেখে দেয়া যাবে না। দুর্জয় মোড় সংলগ্ন সকল রাস্তা-ফুটপাত যারা স্থায়ী বা অস্থায়ীভাবে দখল করে রেখেছেন তাদেরকে আগামী দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করার জন্য অনুরোধ জানান। অন্যথায় আগামী বৃহস্পতিবার ১১ আগস্ট দিনব্যাপী উচ্ছেদ অভিযানের মাধ্যমে দুর্জয় মোড় সংলগ্ন সকল এরিয়া দখলমুক্ত করা হবে। এ ছাড়াও বাজার মনিটরিং এবং দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :