৩০% ভাড়া বৃদ্ধির দাবি বাল্কহেড নৌ-পরিবহন মালিক ও শ্রমিক সমিতির


admin প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২২, ৫:২৯ পূর্বাহ্ন /
৩০% ভাড়া বৃদ্ধির দাবি বাল্কহেড নৌ-পরিবহন মালিক ও শ্রমিক সমিতির

# আলি হায়দার (শাহিন) :-
দেশে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৩০% ভাড়া বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বাল্কহেড নৌ-পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। এসময় বাল্কহেড নৌ-পরিবহনের ভাড়া বৃদ্ধি না পর্যন্ত, সবধরনের বাল্কহেড নৌপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন সমিতির নেতারা।
এ বিষয়ে বিভিন্ন বাল্কহেড নৌপরিবহন মালিক ও শ্রমিক সমিতি একত্রিতে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে ৮ জুলাই সোমবার বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পাটুলী বাজারে আলোচনা সভা করেন। আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টায় সাংবাদিক সম্মেলন করেন তারা।
আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনে বাল্কহেড নৌ-পরিবহনের উত্তর পূর্বাঞ্চলীয় নৌ-যান মালিক সমিতির সভাপতি তফাজ্জল হোসেন বাদল, ঘোড়াউত্রা বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমিতির সভাপতি মুহাম্মদ মাছুম, বাজিতপুর নৌ-পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন নৌ সংগঠনের নেতারা, বাল্কহেড নৌ-পরিবহনের ৩০% ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ থাকবে। এ দাবি বাস্তবায়ন না হলে নৌ-অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এ সময় নেতারা সিলেট-সুনামগঞ্জ থেকে শুরু করে বাল্কহেড চলাচলের নৌ-পথে বিভিন্ন স্পষ্টে চাঁদাবাজি বন্ধেও জোর দাবি তোলেন।