করিমগঞ্জ থেকে ৫২৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেফতার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৬ আগস্ট শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে র্যাবের একটি দল করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের উত্তর সিন্দ্রিপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এসব মাদকসহ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা নয়াপাড়া এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মো. দুলালকে (৩৮) গ্রেফতার করেছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল ইয়াবা কেনাবেচার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা হচ্ছে।
আপনার মতামত লিখুন :