ভৈরব বৃদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ ২৬ আগস্ট শুক্রবার পৌর শহরের ভৈরব পুর উত্তরপাড়া পাওয়ার হাউজের পাশে হরিজন পল্লী মহল্লায় আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। এসময় দুইজন আহত হয়।
নিহতরা হলেন, পাওয়ার হাউজ এলাকার গনেশ লালের ছেলে মিলন লাল (৩৫), জনি হরিজনের ছেলে দেবু হরিজন (১৫), সিলেট সুনামগঞ্জের বাধাঘাট এলাকার নুরুল ইসলামের ছেলে মোবারক(২৪)। আহতরা হলেন মৃত মুক্তার মিয়ার ছেলে আব্দুল্লাহ (৪৫), সজল হরিজন (১০) ও সানি (১৪)।
এলাকাবাসী জানান, বেলা সাড়ে বারোটার দিকে গরু খামারের মালিক আব্দুল্লাহ হরিজন পল্লী থেকে লোকজন ঢেকে রাস্তার পাশের সৌর বিদ্যুতের খুটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সময় খুটিটি হেলে গিয়ে বৈদ্যুতিক মেইন তারের সাথে লেগে যায়। এসময় ছয় জন গুরুতর আহত হলে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে।
ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প. প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় ও সজল হরিজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সৌর বিদ্যুতের খুটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে গিয়ে খুটি বিদ্যুতের মেইন তারের সাথে লেগে হতাহতের ঘটনা ঘটে। এসময় তিনজন বিদ্যাুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ও দুইজন আহত হয়েছে। প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :