চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় তামিম (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভূক্তভোগী শিশুর বাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামে। যুবকের বাড়িও একই এলাকায়। সে জুতা কারখানার শ্রমিক। আজ ২৭ আগস্ট শনিবার দুপুর ১টার দিকে দক্ষিণ নন্দরামপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পরে শিশুটিকে শনিবার দুপুর আড়াইটার দিকে তার অভিভাবকরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে হাসপাতালের ডাক্তারগণ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল কুলিয়ারচর থানা এলাকায়। হাসপাতালের ডাক্তারগণ খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসি। ঘটনার সময় স্থানীয় লোকজন শিশুটির চিৎকারে অপরাধী তামিমকে আটক করে। পরে ভৈরব থানা পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাছুম বিল্লাহ জানান, রক্তাক্ত শিশুটিকে তার অভিভাবকরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর অনুরোধ করেন। তবে ঘটনাটি ধর্ষণ নয়। শিশুটির স্পর্শকাতর স্থানে স্পর্শ করে রক্তাক্ত করেছে বলে ধারণা করছেন তিনি।
ভৈরব থানার সহকারী উপ-পরিদর্শক সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল কুলিয়ারচর। তাই ভূক্তভোগীর অভিযোগটি কুলিয়ারচর থানায় পাঠিয়ে দেয়া হবে। কুলিয়ারচর থানা পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :