করিমগঞ্জ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


admin প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ৪:৪৭ পূর্বাহ্ন /
করিমগঞ্জ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জ থেকে ৭৮৫
পিস ইয়াবাসহ মাদক
ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

র‌্যাব করিমগঞ্জ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জের কোণাপাড়া এলাকা থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ স্থানীয় ক্ষুদিরজঙ্গল এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে মো. ওমর গাজীকে (৩৪) গ্রেফতার করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর গাজী মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা প্রকৃয়াধীন আছে।