কিশোরগঞ্জ শহরের দুই চাল ব্যবসায়ীকে ওজন কারচুপির দায়ে ২০ হাজার টাকা করে, আর একটি ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, তার নেতৃত্বে শনিবার (২৭ আগস্ট) দুপুরে বড়বাজারের মেসার্স শান্ত ট্রেডার্স ও মসার্স গৌর ভাণ্ডার নামে দু’টি চালের দোকানে অভিযান চালিয়ে ওজন কারচুপির প্রমাণ পেয়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া শহরের রাজিব ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ সস, হালিম মসলা, সাবান, মুভ ক্রিম ও নষ্ট কেক বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে পুলিশ বাহিনীর সদস্যগণ সহায়তা করেন।
আপনার মতামত লিখুন :