কটিয়াদীতে ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১:৪৮ অপরাহ্ন /
কটিয়াদীতে ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী বাস্টস্ট্যান্ড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ীকে ৫শ’ পিস ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩৬৫ টাকাসহ র‌্যাব গ্রেফতার করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ১৮ সেপ্টেম্বর রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৪৫) ও পার্শ্ববর্তী ভৌলাচং গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কবির মিয়াকে (৩২) গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।