জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের ফৌজিয়া জলিলের প্রার্থীতা বৈধ ঘোষণা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১:৫৬ অপরাহ্ন /
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের ফৌজিয়া জলিলের প্রার্থীতা বৈধ ঘোষণা

# উজ্জ্বল কুমার সরকার :-

আসন্ন কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-১ (কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া) নারী আসনে সদস্য পদে ফৌজিয়া জলিল (ন্যান্সি) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শামীম আলম। আজ ১৮ সেপ্টেম্বর রোববার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
জানতে চাইলে সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী ফৌজিয়া জলিল ন্যান্সি বলেন, নির্বাচনে জয়ী হলে নির্বাচনী এলাকার বিগত সময়ের উন্নয়ন মূলক অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন এবং নারী শিক্ষা ও নারীর অধিকার রক্ষার জন্য কাজ করে যাব।
জেলা নির্বাচন অফিস জানায়, সংরক্ষিত-১ আসনের (কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া) নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৮৬ জন। ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর।