ভৈরবে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত থাকার অপরাধে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর সোমবার ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
তিনি জানান, বিভিন্ন অবৈধ কোম্পানির প্যাকেট, নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরবরাহ করায়, অবৈধ কয়েল “হরতাল এবং রাহিম” বাজারজাত করায়, অবৈধ কয়েলের কাঁচামাল সরবরাহ করায় এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন কেমিক্যাল বিক্রি ও সরবরাহ করায় ভৈরব বাজারের মিষ্টিপট্টির ভূঁইয়া স্টোরকে সিলগালা করা হয় এবং স্বত্ত্বাধিকারী হাজী মাহবুবুর রহমানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় এবং মূল্য তালিকা না থাকায় একই এলাকার আব্দুল গফফারকে ৫ হাজার, দোকান থাকা স্বত্বেও দোকানের সামনের রাস্তা দখল করে কাপড়ের ব্যবসা পরিচালনা করায় খুর্শিদ মিয়াকে দুই হাজার, অবৈধভাবে খোলাপণ্য মোড়কজাত করে বেশি মূল্যে বিক্রি করায় কালীবাড়ি রোডের আরশ মিয়াকে ১০ হাজার, দোকান থাকা স্বত্বেও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় চকবাজারের এয়াকুবকে ২ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অন্যান্য সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় নাটাল মোড়ের নন্দন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় চলা এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :