বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেছেন ‘দেশের জন্য যারা রাজনীতি করে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসে।’ আর ‘যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে।’ দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে আওয়ামী লীগের ডাকা সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের কমলপুর নিউ টাউন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিনী রোকসানা হাসান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে পৌরসভার ১২টি ওয়ার্ডসহ উপজেলার ৭টি ইউনিয়ন থেকে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে বৈঠা হাতে খণ্ড খণ্ড মিছিল আর শ্লোগানে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। এছাড়াও উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রীরাও মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। ফলে বিকেলে সাড়ে চারটা থেকে সাড়ে পাচঁটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এবং ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।
আপনার মতামত লিখুন :