তাড়াইলে বিভিন্ন বিলে পোনা মাছ অবমুক্ত করেন ইউএনও ও এসিল্যান্ড


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ৫:৩৭ অপরাহ্ন /
তাড়াইলে বিভিন্ন বিলে পোনা মাছ অবমুক্ত করেন ইউএনও ও এসিল্যান্ড

# জোবায়ের হোসেন খান :-

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন বিল ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিসার অমিত পন্ডিত এর পরিচালনায় পোনা মাছ অবমুক্ত করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন ও সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস।২১ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় উপজেলার ধলা ইউনিয়নের বোয়ালিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, যেখানে নিরাপদ পানি আছে সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ ছাড়ার নির্দেশনা দিয়েছেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী। দামিহা ইউনিয়নের বারুক বিল, উপজেলা পরিষদ পুুুুকুর, তাড়াইল থানা পুকুর ও তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ পুকুরে ৯শ’ ৪১ দশমিক ২কেজি মাছের পোনা অবমুক্ত করন করা হল। এই মাছ বড় হলে এলাকার মানুষেরা খেতে পারবেন। কিন্তু যে পর্যন্ত মাছ বড় না হচ্ছে সে পর্যন্ত এই মাছ কেউ ধরবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মহসীন, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক প্রমূখ। পোনা মাছের মধ্যে ছিল, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ।