হোসেনপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ৭:২৭ পূর্বাহ্ন /
হোসেনপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে ১৯ সেপ্টেম্বর সোমবার বিকালে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে দুই শিশুসহ তিনজন নিখোঁজ ছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল খর¯্রােতা নদীতে দু’দিন চেষ্টা চালিয়ে ২১ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলের ৬ কিলোমিটার দূরে ময়মনসিংহের পাগলা থানাধীন এলাকা থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, হোসেনপুরের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫) ও ময়মননিংহের পাগলা থানাধীন চরশাখচূড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে সিফাত (১৬) ও সিফাতের ভাই মনির হোসেনের ছেলে ইয়াছিন (৭) নৌকাবাইচ দেখতে গিয়েছিল। বাইচের নৌকার ধাক্কায় তাদের নৌকাটি ডুবে গেলে এরা তিনজন খর¯্রােতা নদীতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে নামে। তবে প্রবল ¯্রােতের কারণে দু’দিন চেষ্টার পর আজ বুধবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহের পাগলা থানাধীন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। তিনিসহ হোসেনপুর থানার ওসি মো. মাসুদ আলম এবং পাগলা থানার ওসি রাশেদুজ্জামান উদ্ধারস্থলে গিয়েছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতি ময়না তদন্ত ছাড়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।