ইটনায় আজ ২৬ সেপ্টেম্বর সোমবার ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচী (আইডিপি) কার্যালয়ের মাধ্যমে নির্যাতনের শিকার দুইজন নারীকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। একজনকে একটি গরু এবং অন্যজনকে একটি সেলাই মেশিন ও ব্যবসার জন্য প্রয়োজনীয় কাপড় দেওয়া হয়েছে। উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, ইটনার ব্র্যাক আইডিপি ব্যবস্থাপক মো. আব্দুস সালাম, ব্র্যাক আইডিপির এলাকা ব্যবস্থাপক মো. জুয়েল হোসেন, মিঠামইন আইডিপির ডেপুটি ম্যানেজার ফারহানা ইয়াসমিন এবং ব্র্যাক ইটনা আইডিপি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে চৌধুরী কামরুল হাসান বলেন, ব্র্যাক সবসময় নারী উন্নয়নের জন্য কাজ করে এবং ইটনার সার্বিক উন্নয়নে ব্র্যাকের অবদান অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ব্র্যাক সবসময় নির্যাতনের শিকার নারীদের অধিকার আদায় ও পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। নির্যাতনের শিকার এই নারীদেরকে পুনর্বাসন সহায়তা প্রদানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য অতিথিবৃন্দ ব্র্যাককে ধন্যবাদ জানান এবং আরো বেশী করে এ ধরনের সহযোগিতা প্রদানের আহবান জানান।
আপনার মতামত লিখুন :