কিশোরগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হলো


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৯:১০ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হলো

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ছাত্রীদের মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ও স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামান, বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলার বালকদের ১৩টি চ্যাম্পিয়ন দল এবং বালিকাদের ১৩টি চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।