সারাদেশে প্রধান প্রধান সড়ক এবং সেতু নির্মাণের প্রধান প্রতিষ্ঠান সড়ক ও সেতু বিভাগ। অথচ পৌরসভার ড্রেন অচল থাকায় বৃষ্টির মৌসুমে কিশোরগঞ্জ শহরে খোদ সড়ক ভবনই জলজটে অবরুদ্ধ হয়ে পড়ে। পৌরসভার ড্রেনগুলোর এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় দুঃসহ জলাবদ্ধতা দেখা দেয়। নিয়মিত বিরতিতে ড্রেন পরিষ্কার করা হয় না। একবার ড্রেন পরিষ্কার করলে অনেক দিন আর খবর থাকে না। আবার অসচেতন পৌরবাসীও অবাধে অপচনশীল বর্জ্য ড্রেনে ফেলে দিচ্ছে। ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আধা ঘণ্টার হালকা বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে যায়।
আজ ২৬ সেপ্টেম্বর সোমবার সকালের দিকে শহরে আধা ঘণ্টার মত হালকা বৃষ্টিপাত হয়েছে। এতেই শহরের গাইটাল এলাকায় সড়ক ভবনের সামনের কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের একটি বড় অংশে পানি থৈ থৈ করছে। সড়ক ভবনের গেটের ভেতরের অংশেও পানি জমে আছে। কেউ হেটে সড়ক ভবনে ঢুকতে গেলে জুতা অব্দি ডুবে যাচ্ছে। সড়ক ভবনের কেউ কেউ জানান, আমরা বড় বড় সড়ক নির্মাণ করছি। অথচ আমরাই পানিতে অবরুদ্ধ। সড়ক ভবন এ ব্যাপারে অসহায়। ড্রেন যেহেতু পৌরসভার, ফলে সড়ক ভবনের এখানে কিছু করার এখতিয়ার নেই। এ সমস্যা দীর্ঘদিনের। কিন্তু কোনই সমাধান হচ্ছে না।
আপনার মতামত লিখুন :