বাজিতপুরে বিশ্বব্যাপী পানি সংকট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৯:৫৮ পূর্বাহ্ন /
বাজিতপুরে বিশ্বব্যাপী পানি সংকট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-

কিশোরগঞ্জের বাজিতপুরে বিশ্বব্যাপী পানি সংকট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বেঙ্গল এন্ড হিমালয়ান বেসিন এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্বব্যাপী পানি সংকট শীর্ষক আলোচনা সভা মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞানী ড. রাসবিহারী ঘোষ।
এই সময় উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল আজিজ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান, সৈয়দ নজরুল মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ। বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, বাজিতপুর সরকারী কলেজের অধ্যক্ষ মো. মজিবুল হক প্রমুখ।
পরিবেশ বিজ্ঞানী ড. রাসবিহারী ঘোষ বলেন ”পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না। বর্তমান পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ পানি সংকটে ভুগছে। এই দেশের প্রায় আড়াই কোটি মানুষ সুপেয় পানির সংকটে। যথাযথ গুরুত্ব অনুধাবন করে বিশ্বব্যাপী পানি সংকট সমাধানে এখনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সুপেয় পানিপ্রাপ্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”