কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:১১ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কিশোরগঞ্জে দরিদ্র হিন্দু পরিবারগুলোর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কালিবাড়ির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৭শ’ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ কুমার সরকার।