কিশোরগঞ্জে স্থানীয় সরকার প্রতিনিধিদের পারস্পরিক শিখন কর্মশালা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে স্থানীয় সরকার প্রতিনিধিদের পারস্পরিক শিখন কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে পারস্পরিক শিখন বিষয়ে প্রাতিষ্ঠানিকীকরণ নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকার ও প্রিপ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রিপ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আরমা দত্ত এমপি। এছাড়া প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রকল্পের উপ-পরিচালক মনিকা মিত্র তার কর্মশালার মূল প্রবন্ধে জানান, প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। আর শেষ হচ্ছে এ মাসের ৩০ তারিখে। একটি স্থানীয় সরকার পরিষদের অনুকরণীয় সৃজনশীল ভাল কাজ বা ভাল উদ্যোগ অন্যান্য স্থানীয় সরকার পরিষদের প্রতিনিধিরা অনুসরন অনুকরণ করতে পারেন, গ্রহণ করতে পারেন। এটিই পারস্পরিক শিখন প্রকল্পের লক্ষ্য। বিভিন্ন জেলায় এরকম দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। এভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। এছাড়া প্রকল্পটি শেষ হয়ে গেলেও এর শিক্ষা ও অভিজ্ঞতা আগামী দিনেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সুফল দেবে বলে আলোচকগণ মন্তব্য করেন। বাংলাদেশে ২০০৭ সালে বাংলাদেশ থেকে পারস্পরিক শিখন ধারণাটির উৎপত্তি হয়েছে। এখন বিশ্বের বিভিন্ন দেশে এটি সঞ্চারিত হয়েছে। কর্মশালায় জেলার ১০টি উপজেলার নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ইউপি সচিবগণ অংশগ্রহণ করেন।