কিশোরগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ১:৩৬ অপরাহ্ন /
কিশোরগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার যশোদল বীর দামপাড়া এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ স্থানীয় মো. বকুলের ছেলে তোফাজ্জল হোসেনকে (২০) গ্রেফতার করেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোফাজ্জল ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।