# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এক ভুয়া সেনা সদস্যকে র্যাব গ্রেফতার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহিরয়ার মাহমুদ খান জানিয়েছেন, তার কাছে তথ্য ছিল, সেনা সদস্য পরিচয়ে এক প্রতারক কিশোরগঞ্জে অবস্থান করে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাবের একটি দল আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১টার দিকে সদর উপজেলার যশোদল বীর দামপাড়া এলাকা থেকে খুলনার ডুমুরিয়া থানাধীন আরাজি সাজিয়াড়া এলাকার মো. ইব্রাহিম খানের ছেলে আল আমিন খানকে (৩১) গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র, একটি ড্রাইভিং লাইসেন্স ও সেনা বাহিনীর স্টিকার লাগানো একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাবাসাদে তিনি দীর্ঘদিন ধরে ভুয়া সেনা সদস্য পরিচয়ে সেনা বাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের হচ্ছে।
আপনার মতামত লিখুন :