# কুলিয়ারচর থেকে আলি হায়দার :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস্তবায়ন সহযোগী সংস্থা বন্ধন সোসাইটির, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র শুভ উদ্বোধন করেন, ঢাকা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এনডিসি মহা-পরিচালক মু. নুরুজ্জামান শরীফ।
১ অক্টোবর শনিবার সকালে পৌরশহরের পূর্ব গাইলকাটা মহল্লায় উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহায়তায় পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর বাস্তবায়নে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, বাস্তবায়ন সহযোগী সংস্থা বন্ধন সোসাইটির নির্বাহী পরিচালক সানজিদা খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপ-পরিচালক (বাস্তবায়ন) মোহাম্মদ রুকুনুদ্দীন সরকার, পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার, ঢাকা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক (বাস্তবায়ন) মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর মো. সেলিম কারী প্রমুখ।
অনুষ্ঠানে কর্মসূচির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এ প্রকল্পের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় উপজেলায় ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে এ কর্মসূচির কার্যক্রম চলবে।
আপনার মতামত লিখুন :