#ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসা সমিতির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজসেবী ও পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। ভৈরব পৌর শহরের ১০নং ওয়ার্ড বাসীর যেকোন সমস্যা ও কেউ অসুস্থ হয়ে পড়লে যাকে মানুষ ডাক দিলেই পাশে পায় তিনি সমাজসেবী দেলোয়ার হোসেন দিলু। গরিব, অসহায় ও অসুস্থ মানুষদের আর্থিক সাহায্য ও বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তিনি। গত পৌরসভার নির্বাচনে ১০নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সাংগঠনিক পদে নির্বাচিত হওয়ায় কয়লা ব্যবসায়ীসহ শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গত ২ সেপ্টেম্বর রোববার ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা সমিতির কার্যালয়ের সভাকক্ষে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে।২০২২ -২৫ অর্থ বছরের জন্য ভৈরবে মেঘনা ফেরিঘাট কয়লা সমিতির সভাপতি সাজ্জাদ ইবনে সোলায়মান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো.বাদল মিয়া, মো. লিটন মিয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক মো.আলী ইউসুফ, কোষাদক্ষ আশরাফুর রহমান নোমান, দপ্তর সম্পাদক কাউছার ভূইঁয়া , প্রচার সম্পাদক বাবুল মিয়া, নির্বাহী সদস্য ফারুক আহমেদ, কুতুব উদ্দিন, আকরাম হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক হাজী উবায়দুল হক বাবুলের সভাপতিত্বে
কিশোরগঞ্জ জেলা সমবায় অফিসের কর্মকর্তা ও নির্বাচন কমিটির আহবায়ক আলমগীর হোসেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ অন্যান্য সম্পাদকদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা সমিতির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি ১০নং ওয়ার্ডের জনগণের সুখে দুখে সব সময় পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থেকে সেবা ও সহযোগিতা করে যাবো। বন্দর নগর ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ণ পদে আমাকে নির্বাচিত করায় সকল কয়লা ব্যবসায়ীসহ সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভৈরবের কয়লা ব্যবসা আরো সমৃদ্ধ করতে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
আপনার মতামত লিখুন :