# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশনের (বিডিএমএ) সায়েন্টিফিক সেমিনার ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। সেখানে অতিথি বক্তাগণ চিকিৎসা সেবায় সকল স্তরের চিকিৎসকদের মানবিক এবং ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অতি মাত্রায় সতর্ক থাকার আহবান জানিয়েছেন। ৭ অক্টোবর শুক্রবার শহরের উজানভাটি পার্টি সেন্টারে সমিতির জেলা শাখার সভাপতি ডা. গোলাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খান, বিশেষ অতিথি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল সেলস এক্সিকিউটিভ মো. মিজানুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, বেক্সিমকোর ডিপার্টমেন্ট অফ মেডিক্যাল এফেয়ার্স-এর সহকারী ব্যবস্থাপক ডা. কেএম আশিক ইলাহী, জেলা বিডিএমএ সাধারণ সম্পাদক ডা. ধনেশ চন্দ্র প-িত প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে বলা হয়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ডিপ্লোমা ডাক্তারগণই তৃণমূলের মানুষের প্রধান ভরসা। তারা না থাকলে বাংলাদশের চিকিৎসা সেবা, মাতৃ ও শিশু মৃত্যু রোধসহ প্রাথমিক চিকিৎসা সেবাগুলো অগ্রসর হতে পারতো না। তাদের কারণে গ্রামীণ রোগীদের শহরমুখি ¯্রােত অনেকটা কমেছে। কেবল শহুরে বড় চিকিৎসকদের কাছে গ্রামাঞ্চলের সকল স্তরের মানুষ চিকিৎসা নিতেও পারতো না। চিকিৎসা সেবাকে উচ্চতর মানব সেবার সুযোগ উল্লেখ করে সকল চিকৎসকদেরই মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকা বাঞ্ছনীয় বলেও বক্তাগণ মন্তব্য করেছেন। এছাড়া অহেতুক এন্টিবায়োটিক ব্যবহার পরিহার করা এবং মানসম্মত ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার জন্যও বক্তাগণ আহবান জানিয়েছেন। সেমিনারে জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রের ডিপ্লোমা চিকিৎসকগণ অংশ নেন।
সভায় জানানো হয়, গতবছর ২৯ অক্টোবর সমিতির সাধারণ সভায় ডা. গোলাম হোসেনকে সভাপতি ও ডা. ধনেশ চন্দ্র প-িতকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের ত্রি-বার্ষিক জেলা কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু করোনার কারণে অভিষেক অনুষ্ঠানটি তখন করা সম্ভব হয়নি। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজিমুল হক মিলন, সহ-সভাপতি ড. মো. মতিউর রহমান, ডা. মো. ছলিম উল্লাহ, ডা. মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইমরুজ্জামান খান ইমরুল, অর্থ সম্পাদক ডা. মানিক লাল চন্দ্র, দপ্তর সম্পাদক ডা. নিরোদ বিহারী বর্মণ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক ডা. বিপুল সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডা. মলয় কুমার সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. কৃষ্ণ লাল দাস, মহিলা বিষয়ক সম্পাদক ডা. আইরিন মোঘল, সদস্য যথাক্রমে ডা. মো. হাবিবুর রহমান, ডা. মো. নূরুল হক, ডা. শাহাব উদ্দিন, ডা. শোয়েব সুলতান আহমেদ ও ডা. মারুফ হাসান।
আপনার মতামত লিখুন :