# নিজস্ব প্রতিবেদক :-
নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারার প্রাতবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বাসদ (মার্ক্সবাদী) বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ ৮ অক্টোবর শনিবার সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় খেটে খাওয়া গ্রামবাসীসহ দলের নেতাকর্মিরা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এসময় বক্তৃতা করেন দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া ও জেলার সদস্য এবায়দুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, এমনিতেই সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে। আবার দুর্বিসহ লোডশেডিংও হচ্ছে। এর ওপর নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা চলছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটাপন্ন হয়ে পড়বে। বক্তাগণ ঘুষ-দুর্নীতি আর লুটপাট বন্ধ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অভিপ্রায় থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :