ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ৫:০৭ অপরাহ্ন /
ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৯ অক্টোবর রোববার সকালে ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর উদ্যোগে জশনে জুলুসের আয়োজন করা হয়।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত জুলুস সরকারি হাজী আসমত কলেজ মাঠে একত্রিত হয় পরে একটি বিশাল মিছিল ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘুরে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যন্ডের ফল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জশনে জুলুসে শত শত মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে কালেমা তৈয়াবা, জাতীয় পতাকা, এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন লক্ষ্য করা যায়। জুলুসে নারায়ে তাকবির, নারায়ে রেসালাত ও গাউসিয়তের ধ্বনিতে প্রকম্পিত হয় চারদিক। পরে জশনে জুলুসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভৈরব শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-ক্বাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী, পীরজাদা আলহাজ্ব জিয়াউল মোস্তুফা আল-ক্বাদেরী। এছাড়া আলোচনায় খ্যাতিমান আলেম ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখবেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আল-মামুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সদস্য সচিব ও ভৈরব পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. রাকিব রায়হান ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য হাজী মুহাম্মদ রুবেল হোসেন প্রমূখ।
আলোচনা শেষে মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।