স্কুলের টয়লেট ও ওয়াশ ব্লক না থাকায় বিপাকে দেড় শতাধিক শিক্ষার্থী


admin প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ১০:০২ পূর্বাহ্ন /
স্কুলের টয়লেট ও ওয়াশ ব্লক না থাকায় বিপাকে দেড় শতাধিক শিক্ষার্থী

# মন্তোষ চক্রবর্তী :-
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’তলা ভবন থাকলেও শিক্ষার্থীর জন্য নেই টয়লেট বা ওয়াশ ব্লকের ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত বিপাকে পড়েছে দেড় শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষককেরা। উপজেলা সদরে প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত কোর্ট বিল্ডিংয়ে অবস্থিত হাওর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ২য় তলা ভবন নির্মাণ করা হয় ২০১৯ সালের দিকে। ২য় তলা স্কুল ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্কুলের ভবন নির্মাণ করা হলেও টয়লেট ও ওয়াশ ব্লকের ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময় শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিপাকে।
সরেজমিনে হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলা প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত হ্যালি প্যাড মাঠের এক পাশে অবস্থিত হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২য় তলা ভবনের পাশেই রয়েছে বিশাল মাঠ। সামনে দিকে বেশ কয়টি সরকারি অফিস, বিদ্যালয়ের বাউন্ডারি ভিতরে সাজানো হয়েছে বিভিন্ন ফল ও ফুলের বাগান। বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, পড়াশোনা মধ্যে হঠাৎ করে বাথরুমে যাওয়ার দরকার হলেও সমস্যা হয়। এর জন্য মাঝে মাঝে বাড়িতে যেতে হয়, তাতে করে পড়াশোনা বিঘœ ঘটে।
হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা রহমান বলেন, এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬৫ জন। বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হলেও টয়লেট বা ওয়াশ ব্লকের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের। বর্তমানে টয়লেটের কাজ চলমান রয়েছে। কিন্তু ওয়াশ ব্লকটা আরোও জরুরি। জরুরি ভিত্তিতে টয়লেট ও ওয়াশ ব্লক এর ব্যবস্থার দাবি জানান তিনি। এই ক্ষেত্রে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বেশি সমস্যায় পড়তে হয় বলেও জানান তিনি।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, সরকারি ভাবে টয়লেটের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ওয়াশ ব্লক কাজেও অনুমোদন হয়েছে তাও দ্রুতই কাজ হবে।