আগামীকাল থেকে ভৈরবে স্কুলগামী শিশুদের টিকাদান শুরু


admin প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন /
আগামীকাল থেকে ভৈরবে স্কুলগামী শিশুদের টিকাদান শুরু

# মিলাদ হোসেন অপু :-
আগামীকাল ১১ অক্টোবর মঙ্গলবার থেকে সারা বাংলাদেশে ন্যায় ভৈরবেও একযুগে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভৈরব উপজেলার সকল স্কুল পড়–য়া শিশুদের টিকা দিতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নির্দিষ্ট দিনে উপজেলা ও পৌরসভার একেকটি স্কুলে গিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের করোনা টিকা প্রদান করবেন। স্কুলগামী শিশুদের অভিভাবকগণ অবশ্যই শিশুদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপস অথবা সুরক্ষা ওয়েভসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নেই তারা অবশ্যই ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সংগ্রহ করে সুরক্ষা অ্যাপস অথবা সুরক্ষা ওয়েভসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আগামীকাল ১১ অক্টোবর মঙ্গলবার থেকে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্কুলে পড়–য়া শিশুদের ৭ দিনের মধ্যে টিকা প্রদানের আওতায় এনে এই কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়াও যেসব শিশুরা স্কুলে যায় না তাদের অভিভাবকরা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের জন্মনিবন্ধন সংগ্রহ করে সুরক্ষা অ্যাপস অথবা সুরক্ষা ওয়েভসাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করে টিকা প্রদান করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, ভৈরবে যে সকল শিশুদের জন্মনিবন্ধন নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের নতুন জন্মনিবন্ধন সংগ্রহ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকরা টিকা প্রদান করতে পারবেন। অভিভাবকের সচেতনতায় সরকারের শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনা উদ্যোগটি সফল হবে। আর টিকা দিতে পারলেই শিশুদের করোনা আক্রান্ত হলেও গুরুত্বর অসুস্থ্যতা ও মৃত্যু ঝুঁকি কমে যাবে।