কিশোরগঞ্জ শহরে মার্কিন মালিক উদ্বোধন করলেন ডিজিটাল মার্কেটিং অফিস


admin প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৮:৪০ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জ শহরে মার্কিন মালিক উদ্বোধন করলেন ডিজিটাল মার্কেটিং অফিস

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরে মার্কিন মালিক বেঞ্জামিন জোনস তাদের ‘বিএথ্রি মার্কেটিং এজেন্সি’ নামে ডিজিটাল মার্কেটিং কার্যালয় উদ্বোধন করেছেন। তিনি এ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ-আমেরিকার যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ স্টেশন রোডের খান টাওয়ারে এ কোম্পানির বাংলাদেশ শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১০ অক্টোবর সোমবার সকালে খান টাওয়ারের সম্মেলন কক্ষে কোম্পানির অর্থনৈতিক উপদেষ্টা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বেঞ্জামিন জোনস ছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান, কর্মকর্তা আদিত্য দাস তুর্য, সালাহ উদ্দিন খান প্রমুখ। এ সময় ডিজিটাল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বলেন, আমি শিক্ষা ভালবাসি এবং শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ও অর্থশাস্ত্র বিষয়ে শেখানো আমার প্রথম কাজ। মানুষকে এগুলো শেখানোটা আমি উপভোগ করি। আর এই দু’টি বিষয়ে আমার দক্ষতা কাজে লাগিয়ে একটি শিক্ষা পদ্ধতি দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফরমে অনুসন্ধান চালাতে গিয়ে কিশোরগঞ্জের আরিফকে পেয়ে গেছি। আরিফ ২শ’র বেশি শিক্ষা সংক্রান্ত ভিডিও কনন্ট্যান্ট তৈরিতে সহায়তা করেছেন। আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। এর জন্য ওয়েবসাইটের উন্নয়নেও কাজ করছি। আগে দু’টি কোম্পানি ছিল, এখন ৭টি কোম্পানি নিয়ে কাজ করছি। সবগুলো কোম্পানি ডিজিটাল মার্কেটিং করছে। বাংলাদেশে নতুন অফিস উদ্বোধনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের একটি বড় টিম রয়েছে। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ে বড় কাজ করতে সক্ষম।
অনুষ্ঠানে জানানো হয়, এ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে ভাল রেজাল্ট করে বেরিয়ে সরকারি চাকরিতে না গিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করেন। তিনি গত বছর কিশোরগঞ্জ থেকে সর্বাধিক রেমিট্যান্স অর্জনকারি মনোনীত হওয়ায় তাকে সরকার পুরস্কৃত করেছে। এখন তার টিমে ডিজিটাল মার্কেটিং নিয়ে ১৬ জন দক্ষ উদ্যোক্তা কাজ করছেন। এদেশে যেসব প্রতিষ্ঠান অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করছে, তাদের প্রযুক্তিগত উৎকর্ষতার ক্ষেত্রেও এ কোম্পানি সহায়তা দেবে বলে জানানো হয়। অনুষ্ঠানে বেঞ্জামিন জোনসকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে।