হোসেনপুরে ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে পদ বঞ্চিতদের সংঘর্ষ


admin প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ১২:৩৬ অপরাহ্ন /
হোসেনপুরে ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে পদ বঞ্চিতদের সংঘর্ষ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পদ বঞ্চিতদের সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১০ অক্টোবর সোমবার দুপুরে নতুন কমিটির নেতারা বিএনপি’র সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বের করে হাসপাতাল মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করার সময় পদ বঞ্চিতরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাস্তায় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। তবে হোসেনপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও ইয়াছিন আরাফাত শুভকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও ফয়েজ ওমান খান। এ নিয়ে কিশোরগঞ্জ-হোসেনপুর আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি নিজেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তার সঙ্গে পরামর্শ করে কমিটি গঠনের কথা আগে থেকে বলে রাখার পরও কোনরকম পরামর্শ না করেই কয়েকজন বিবাহিত, বয়সোত্তীর্ণ এবং মাদকাসক্তকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সহ-সভাপতি মুখলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক মিয়া ও পূববর্তী কমিটির যুগ্ম-আহবায়ক এমদাদ হোসেনসহ কয়েকজন সংবাদ সম্মেলন করে নতুন কমিটি বাতিলের দাবি করে সংবাদ সম্মেলনও করেছিলেন। ফলে শুরু থেকেই কমিটি নিয়ে বিবদমান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।