# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। গত ১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে একটি মশাল মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন, পদবঞ্চিত ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না, রাকিবুল হাসান হিমেল, নাফিজ আহমেদ নাদিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের না জানিয়ে রাতের আঁধারে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির অনেকেই বিএনপি ঘরানার লোক। তাছাড়া এই কমিটিতে অপরিচিত, অছাত্র ও বিবাহিত লোক রয়েছেন, যা ছাত্রলীদের গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী। ফলে সংগঠনের সুনাম নষ্ট হয়েছে। এ কমিটি অবিলম্বে বাতিল করে সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রায় একযুগ পর গত ৫ অক্টোবর বুধবার নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীদের আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এরপর থেকেই কমিটি বাতিলের দাবীতে আন্দোলন করে যাচ্ছেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :