পাকুন্দিয়ায় শিশুদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ৯:০৮ পূর্বাহ্ন /
পাকুন্দিয়ায় শিশুদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের ৬৬নং নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে-এ-আলম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী ও নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে-এ-আলম খান জানান, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সর্বমোট ৪১০৩৬ জন শিশুকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। এই টিকাদান কর্মসূচী ১১ অক্টোবর শুরু হয়ে ২৪ অক্টোবর শেষ হবে। টিকাদান কর্মসূচী সফল করতে শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষজনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।