ভৈরবে প্রাথমিক স্কুলগামী শিশুদের টিকাদান শুরু


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ১২:২০ অপরাহ্ন /
ভৈরবে প্রাথমিক স্কুলগামী শিশুদের টিকাদান শুরু

# মিলাদ হোসেন অপু :-
আজ ১১ অক্টোবর সারাদেশের ন্যায় ৫ থেকে ১১ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার আনসার ভিডিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন (বেনু) ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম, মেডিকেল অফিসার ও এমওডিসিসহ স্বাস্থ্য ইনচার্জ এবং ভ্যাকসিনেটরগণ।
এরপর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন সেন্টার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। পরে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। আজ ১১ অক্টোবর থেকে এ কার্যক্রম পর্যায়ক্রমে ভৈরব উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আজ ১১ অক্টোবর মঙ্গলবার থেকে শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্কুলে পড়–য়া শিশুদের ৭ দিনের মধ্যে টিকা প্রদানের আওতায় এনে এই কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়াও যেসব শিশুরা স্কুলে যায় না তাদের অভিভাবকরা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সংগ্রহ করে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে অথবা সুরক্ষা ওয়েভসাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করে টিকা প্রদান করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, ভৈরবে যে সকল শিশুদের জন্মনিবন্ধন নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের নতুন জন্মনিবন্ধন সংগ্রহ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকরা টিকা প্রদান করতে পারবেন। অভিভাবকের সচেতনতায় সরকারের শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনা উদ্যোগটি সফল হবে। আর টিকা দিতে পারলেই শিশুদের করোনা আক্রান্ত হলেও গুরুত্বর অসুস্থ্যতা ও মৃত্যু ঝুঁকি কমে যাবে। প্রথম দিনে ১১ অক্টোবর উপজেলা ও পৌর এলাকার ১৪টি স্কুলে ২ হাজার ৯শ ২৩ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ভৈরব উপজেলা ও পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে।