হোসেনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ন /
হোসেনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে পোনা মাছ উন্মুক্ত জলাশয়ে অবমুক্তকরণ করা হয়েছে।
আজ ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা মৎস্য অফিস।
উপজেলা মৎস্য অফিস জানায়, ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৩৫টি প্রাতিষ্ঠানিক পুকুর, ৯টি বিল ও ২টি নদীতে বিভিন্ন প্রজাতির ৬৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মোহাম্মদ এনায়েত কবীর, ক্ষেত্র সহকারী ইসহাক আলী প্রমুখ।