# আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর মহতী প্রকল্প ভূমি ও গৃহহীনদের ঘর উপহার (আশ্রয়ণ প্রকল্প) এর তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক শামীম আলম। ১৫ অক্টোবর শনিবার বিকাল ৩টায় কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ ও সিসি ব্লক স্থাপন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, কুলিয়ারচর পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও পৌর শহরের তাতারকান্দি (নয়াহাটি) মহল্লায় আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।
আপনার মতামত লিখুন :