কিশোরগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপিত


admin প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের পিপিএম (বার) নেতৃত্বে পুলিশ প্রশাসন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা করা হয়।
এরপর সকাল ১০টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে রাজধানী থেকে সরাসরি সম্প্রচারিত সরকারি মূল কর্মসূচীর সঙ্গে সবাই সংযুক্ত হন। সেই কর্মসূচীর পর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। দুপুর ২টায় জেলা শিল্পকলা মিলনায়তনে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে পুরস্কার প্রদান করা হয়।