# আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর গরুর জন্য ঘাস কাটতে গিয়ে রিনা বেগম নামের এক নারী নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত রিনা বেগম (৪৫) কুলিয়ারচর পৌর সদর ১নং ওয়ার্ড বড়খারচর পশ্চিম পাড়া মহল্লার আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে ১৭ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে।
পরিবারের সূত্রে জানা যায়, রিনা বেগম প্রতিদিনের ন্যায় সেদিনও আসরের নামাজের পর বাড়ির পিছনে পালটিয়া বনে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিন্তু ঘাস কাটতে গিয়ে সেদিন আর ফিরেনি। এরপর এলাকাবাসী সন্ধ্যার পর পুরো ফসলি বনজুড়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত নয়টার দিকে পালটিয়ার বনের নির্জন স্থানে ধানক্ষেতের পানিতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী আব্দুল সাত্তার বলেন, তার স্ত্রীর মৃগী রোগে আক্রান্ত ও জিন ভুতের আসর ছিলো। এ ঘটনা তাদের কারও প্রতি কোনো সন্দেহ নেই।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে সাথে সাথে আমিসহ থানার স্টাফ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশ দেখে মনে হচ্ছে স্টোক বা তার মৃগী রোগের কারণে সেখানে মারা গেছে। তার শরীরে বা কোথায় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :