বালুবাহী ট্রাকের চাপায় হোসেনপুরের মোটরসাইকেল মেকানিক নিহত, আহত এক


admin প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ১:৪৭ অপরাহ্ন /
বালুবাহী ট্রাকের চাপায় হোসেনপুরের মোটরসাইকেল মেকানিক নিহত, আহত এক

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের ব্রহ্মপুত্রের সেতুর ওপর একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে রফিকুল ইসলাম (১৭) নামে এক মোটরসাইকেল মেকানিক মারা গেছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা এনামুল হক (১৬) নামে অপর একজন। এলাকাবাসী জানায়, আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে হোসেনপুরের আড়াইবাড়িয়া ধনকুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ও সহেদল কুড়িমারা গ্রামের শহীদুল ইসলামের ছেলে এনামুল মোটরসাইকেলে ব্রহ্মপুত্রের খুরশিদমহল সেতু পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রামট্রাক তাদের চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সাভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আর এনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মো. মাসুদ আলম জানান, দুর্ঘটনাস্থল ময়মনসিংহের পাগলা থানায় পড়ায় আইনগত পদক্ষেপ সেই থানায় নিতে হবে।