# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ ২২ অক্টোবর শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকামূখি একটি পিকআপভ্যান আটক করে। পরে সেটিতে তল্লাশীকালে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ওই পিকআপে থাকা হৃদয় মিয়া (৩০) ও মোরসালিন (১৬) নামের দুইজন আটক করা হয়। জব্দ করা হয় মাদক কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি। আটককৃতরা নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানায় র্যাব।
ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান ক্যাম্প অধিনায়ক।
আপনার মতামত লিখুন :