# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে গণঅনশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব বাজার কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব শাখার সভাপতি শ্রীমন্ত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভৈরব পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব শাখার সাধারণ সম্পাদক ডা. বাবুল আচার্য্য, অ্যাডভোকেট নিতাই দেবনাথ, অধ্যাপক দীপক সাহা প্রমুখ।
বক্তরা বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এখনো হয়নি। অবিলম্বে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান ঐক্য পরিষদের নেতারা।
আপনার মতামত লিখুন :