# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাসুদ রানা (৪৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি শহরের চ-িবের গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ৫ নভেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের কমলপুর নিউ টাউন এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানবশতঃ নীচে পড়ে গেলে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। ভবনটির মালিক ইতালি প্রবাসী জনৈক রুবেল মিয়া বলে জানায় স্থানীয়রা। তাদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত না করেই ভবনটির নির্মাণ কাজ শুরু করেন ভবন মালিক। ভবনের চারপাশে জালের বেস্টনি থাকলে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতো না বলে দাবি তাদের। তবে এই বিষয়ে মতামত জানতে তাৎক্ষণিক রুবেল মিয়ার সন্ধান করে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :