# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ইন্ডিয়ান থ্রি পিসসহ এক চোরাচালানকারী আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় ভৈরব পৌর শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ শত ২৭ পিস ভারতীয় থ্রি পিসসহ চোরাচালনকারী রিয়াজ উদ্দিন (৩৯) কে আটক করা হয়। রিয়াজ ঢাকা শহরের খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর বিকাল ৫টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী’র নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিনকে আটক করে। এসময় তার নিকট হতে ২ শত ২৭ পিস ভারতীয় থ্রি পিসসহ নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, আটক রিয়াজ উদ্দিন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে। উদ্ধারকৃত ভারতীয় পণ্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :