কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৫:৪২ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা ও উপদেষ্টা পরিষদের যৌথ উদ্যোগে রোববার বিকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান অ্যাডভোকেট।
এতে বক্তব্য রাখেন, অধ্যাপক রবীন্দ্র নাথ চৌধুরী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জ্যোতি লাল রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, বিশিষ্ট ছড়াকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক-গবেষক জাহাঙ্গীর আলম জাহান, বিশিষ্ট সাংবাদিক নেতা সাইফুল হক মোল্লা দুলু, জেলা শাখার সহ-সভাপতি শ্রী গোপাল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাখন দেবনাথ, সাবেক সভাপতি রতন দাস, বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুখন দত্ত, অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক দেবেশ দাস, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী প্রাণতোষ সরকার টিংকু, তাড়াইল উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র সরকার, পাকুন্দিয়ার পক্ষে দিলীপ রবিদাস প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পল্লব কর। সভা শেষে মুক্তিযুদ্ধ ১৯৭১ নাটকটি একতা নাট্যগোষ্ঠির উদ্যোগে শ্রী মানস কর এর পরিচালনায় মঞ্চায়িত হয়।