# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মো. তাজুল ইসলাম টানা দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন। আর টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন দিলু। ১৯ ডিসেম্বর সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তাজুল ইসলাম (ছাতা) পেয়েছেন ৩৮০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া (বাইসাইকেল) পেয়েছেন ২৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন দিলু (চেয়ার) পেয়েছেন ৪৬৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আলা উদ্দিন (আনারস) পেয়েছেন ১৭২ ভোট। ১৩ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং তিনজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচন হয়েছে অবশিষ্ট ৭টি পদে। ৬৯৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৭৪ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল।
আপনার মতামত লিখুন :