# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মো. সালাহ উদ্দিন লিচু মিয়া’র ভাড়াটিয়া বাসার দরজার হ্যাজবোল্টের লক কেটে বসত ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, টিভি, ল্যাপটপ, কাপড় ও নগদ টাকা চুরির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. আল আমিন হোসেন (৩০) ও তপন দেবনাথ (২৮) নামে কুখ্যাত দুই চোরকে নগদ টাকা ও চোরাইকৃত মালামালসহ আটক করে। পরে আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
আটককৃত আল আমিন হোসেন বাজিতপুর উপজেলার উত্তর ডুলজান গ্রামের মৃত শফি মিয়ার ছেলে এবং তপন দেবনাথ কুলিয়ারচর উপজেলার উছমানপুর চৌমুরী গ্রামের রমণী দেবনাথ এর ছেলে।
১৯ ডিসেম্বর সোমবার বাজিতপুরের উত্তর ডুলজান গ্রামে অভিযান চালিয়ে নগদ টাকা ও মালামালসহ আল আমিন হোসেনকে তার বসতঘর থেকে আটক করে এবং কুলিয়ারচর উপজেলার উছমানপুর চৌমুরী বাজারে অভিযান চালিয়ে তপন দেবনাথ এর স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকারসহ তপন দেবনাথকে আটক করে। হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে কুলিয়ারচর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ঘটনা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার দিক নির্দেশনায় ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল বাজিতপুর ও কুলিয়ারচরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আল আমিন হোসেন ও তপন দেবনাথকে আটক করে তাদের দখলে থাকা একটি ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি তসিবা ব্যান্ডের ১৪ ইঞ্চি ল্যাপটপ, স্বর্ণের কানের দুল দুই জোড়া, একটি স্বর্ণের নাকফুল, লকেটসহ একটি স্বর্ণের চেইন, রূপার হারসহ কানের সেট, রূপার নূপুর এক জোড়া, হাত ঘড়ি একটি, ইন্টারনেট চালানোর একটি মডেম, পাঁচটি শাড়ি, নগদ নিরানব্বই হাজার টাকা এবং স্যামস্যাং এ৫১ একটি মোবাইল ফোন জব্দ করে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা ২৫ মিনিট এর মধ্যে কুলিয়ারচর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মো. সালাহ উদ্দিন লিচু মিয়া (৫৩) এর ভাড়াটিয়া বাসার দরজার হ্যাজবোল্টের লক কেটে সংগোপনে বসত ঘরে প্রবেশ করে অজ্ঞাত নামা চোর, টিভি, ল্যাপটপ, কাপড় ও স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রভাষক মো. সালাহ উদ্দিন লিচু মিয়া (৫৩) গত ১৫ ডিসেম্বর বাদী হয়ে ৪৫৪/৩৮০ পেনাল কোড- ১৮৬০; ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১।
মামলাটি রুজু হওয়ার পর কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা’র দিক নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনার ৫ দিনের মধ্যে তাদেরকে আটক করে তাদের নিকট থাকা চোরাইকৃত নগদ টাকাসহ আংশিক মালামাল জব্দ করে।
আপনার মতামত লিখুন :