ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কুলিয়ারচরে ইউএনও সাদিয়া ইসলাম লুনা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন /
ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কুলিয়ারচরে ইউএনও সাদিয়া ইসলাম লুনা

# মুহাম্মদ কাইসার হামিদ :-
“প্রকৃত মানুষ গড়া-ই আমাদের মূল লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয়ের মাসে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪তলা একাডেমিক ভবন শুভ উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও সাদিয়া ইসলাম লুনা’র হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রামদী ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. আলাল উদ্দিন। এসময় ফুলেল ভালোবাসায় সিক্ত হন ইউএনও সাদিয়া ইসলাম লুনা।