# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে এক ডজন মামলার পলাতক আসামি নৌ ডাকাত তাহের মিয়া ওরফে গরু তাহের নৌ-থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ২ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের ২নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাহের মিয়া ভবানীপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
নৌ-থানা পুলিশ সূত্রে জানা যায়, তাহের মিয়া ওরফে গরু তাহের দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের জন্য এক ডজন মামলা রয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নৌ-থানা পুলিশ জানতে পারে সে ভবানীপুর এলাকায় অবস্থান করছে। পরে এস আই রাসেল মিয়ার নেতৃত্বে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ ৩ জানুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :