বইমেলায় আসছে ডা. শাকুর মাহমুদের তিন বই


admin প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৩, ৫:৩৮ পূর্বাহ্ন /
বইমেলায় আসছে ডা. শাকুর মাহমুদের তিন বই

# মোস্তাফিজ আমিন :-
আগামী বইমেলায় ভৈরবের প্রিয় মুখ বিশিষ্ট লেখক ও কবি ডা. শাকুর মাহমুদের তিনটি বই প্রকাশ পাচ্ছে। এর মধ্যে দুটি উপন্যাস ও একটি কবিতার বই। ‘অহেতুক অভিমানী ছেলে’ নামে খ্যাত লেখকের “স্পা রোমান্স” উপন্যাসটি অন্বেষা প্রকাশনী এবং “কর্তিত..” উপন্যাসটি প্রচলন প্রকাশনী থেকে বের হচ্ছে।
উপন্যাস দুটোই সাসপেন্স থ্রিলার। তাছাড়া “অপবাদ ও অপেক্ষা” নামে কাব্যগ্রন্থটি প্রিয় বাংলা প্রকাশনী থেকে বের হচ্ছে। এটি কবির তৃতীয় কাব্য গ্রন্থ।
ইতোমধ্যে কবির “অহেতুক অভিমানী ছেলে” ও “মধ্যবিত্তের গল্প” কবিতার বই দুটি পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে। বাঙলা কথা প্রকাশনী থেকে প্রকাশিত “গোয়েন্দা নানু ও মজার গল্প” এবং “সোনামনিদের মজার গল্প” নামে শিশুতোষ বই দুটোও পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে।
ডা. শাকুর মাহমুদ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
লেখকের পুরো শৈশবকাল ভৈরব শহরের মেঘনা নদীর পাড়ে রেলওয়ে কলোনীতে কেটেছে। ভৈরবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমাজ সচেতনতা মূলক কন্টেন্ট নির্মাণ করছেন। যা ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। লেখক জানান, ডাক্তারী করা তাঁর পেশা আর লেখালেখি তাঁর নেশা বা শখের জায়গা।