কুলিয়ারচরে শরীফুল আলমসহ বিএনপি’র শতাধিক নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার ৩ জন


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন /
কুলিয়ারচরে শরীফুল আলমসহ বিএনপি’র শতাধিক নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার ৩ জন

# মোস্তাফিজ আমিন :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমকে প্রধান এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২২ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০/৮০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
গতকাল সোমবার কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেছেন উপজেলার রামদী ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবু। তিনি ওই ইউনিয়নের আগরপুর গ্রামের নান্নু ভূঁইয়ার ছেলে।
সোমবার আটক হওয়া জালাল মিয়া, ইয়াছিন আরাফাত ও সারফ উদ্দিন সুপন নামের বিএনপি’র তিন নেতা-কর্মীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল-হাজতে পাঠান।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শরীফুল আলমের নির্দেশে বিএনপি দলীয় শতাধিক নেতা-কর্মী ককটেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে আহত করে। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম বাবুর করা মামলার এজাহারভূক্ত তিন আসামিকে আজ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এবিষয়ে জানতে চাইলে বিএনপি’র কেন্দ্রীয় পর্ষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম বলেন, গত রোববার রাতে আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমার বাড়িসহ কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটসহ ব্যাপক ক্ষতি করে।
এই ঘটনাকে ধামাচাপা দিতে উল্টো আমিসহ আমার নেতা-কর্মীদের নামে এই মিথ্যা মামলা দায়ের করেছে। দেশব্যাপী এই ফ্যাসিস্ট সরকারের ধারাবাহিক হামলা-মামলা আর জুলুম হত্যাচারের এটিও একটি নগ্নরূপ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আটক নেতাদের মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।