# মোস্তাফিজ আমিন :-
এদিকে কুলিয়ারচর বিএনপি’র একাধিক নেতা-কর্মী অভিযোগ করে বলেন, গত রোববার রাতে তাদের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
এরমধ্যে কুলিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শামীম মিয়া, রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজনু মিয়া, বাগপাড়ার বিএনপি কর্মী আতাউর মিয়া ও মো. কবির মিয়ার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এসময় উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শামীম মিয়ার বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ ৪ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এছাড়াও রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতির স’মিলে ভাংচুর করে করাত কল ও সেলু মেশিন ভাংচুরসহ একটি দোকান ভাংচুর করা হয় এবং বিএনপি নেতা কবির মিয়া ও আতাউর মিয়ার বাড়িতে ভাংচুর করে কয়েক লাখ টাকার ক্ষতিসাধন করা হয়।
ভুক্তভোগী শামীম মিয়া জানান, রোববার রাত সোয়া ২টার দিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাঁর বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং তার স্ত্রীর গলায় ছুঁরি ধরে আলমারিতে থাকা নগদ ৪ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। ওই টাকাগুলো পাশের বাড়ির এক মহিলার জমি বিক্রির টাকা।
আপনার মতামত লিখুন :